২ জানুয়ারি পুরো দেশব্যাপী একযোগে ( ঢাকা জেলা ব্যাতীত) উৎসবমুখর পরিবেশে জাতীয় সমাজসেবা দিবস ২০২০ উদযাপিত হয়েছে।জেলা সমাজসেবা কার্যালয়, গাজীপুর বর্ণাঢ্য র্যালী,আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবস টি উদযাপন করেছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস এম তরিকুল ইসলাম, জেলা প্রশাসক, গাজীপুর।এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শামসুন্নাহার, পিপিএম, পুলিশ সুপার,গাজীপুর এবং জনাব দিলরুবা ফায়জিয়া, সদস্য, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, ঢাকা। এবারে দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল "সোনার বাংলায় মুজিব বর্ষে, সমাজকল্যাণ এগিয়ে চলে।"
জাতির জনক ১৯৭৪ এ ক্ষুদ্রঋণ প্রবর্তন করেন একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সাবলম্বী সোনার বাংলা গঠনের লক্ষ্য নিয়ে।সেই লক্ষ্যকে সামনে রেখে মুজিব বর্ষের এই দিবসে শহর সমাজসেবা কার্যালয়, গাজীপুর উক্ত অনুষ্ঠানে অতিথিদের মাধ্যমে ক্ষুদ্রঋণ প্রদান করে। এছাড়া সমাজসেবা অধিদফতর পরিচালিত গাজীপুর জেলাধীন বিভিন্ন প্রতিষ্ঠান এ প্রতিপালিত শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানে একটি সুন্দর ও আনন্দঘন পরিবেশ তৈরি হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস